রক্তিম
... চিৎকার লেখে রাস্তা
আর ঘুমিয়ে থাকে আফিমরঙা ভোর

যারা হেঁটে যায়
তাদের কোনও মুখোশ নেই। নেই খোলস-ও
অথচ মানুষ-নামে
আর কোনও আগ্রহ নেই

রক্তে শুধুই কিছু ফাঁকা
মৃতদেহগুলি কী এক কঠিন বেদনায়
ধ্বংস নামায়
              যেন ধ্বংস নামায়, অসহায়






হাঁটুজল
বিশ্বাসের মাটি ক্ষয়ে গেলে
ফিরে যায় ঈশ্বরের চোখ। সখা হে

রাধাচক্রে কোনজন খোয়াল যে পথ। হাঁটুজলে
ডুবে যায় দেহতরীখানি। এখানে পুকুর-মোহে
আধো আধো তল

তুমি কি আপন চেনো?
চেনাও তো দেখি। সখা হে

মাপতে জীবন কাটে, কর্পূরের মত দ্রুততায়







অভ্র
আত্মপক্ষ সমর্থনে লিখেছ অক্ষর
তাদের বুকের রঙে মিশে আছে কে

এই অভিযানে তুমি
ধ্রুবতারা নাকি, নয়তো কি নগর বাউল

পরাজিত সেনানীর কুচকাওয়াজ শুনে
ভালো লাগে কার, জানো

নকল সকল বড়ো চকচক করে
পাঠকের মন চেনে কোথায় কখন
দাওনি সে ফাঁকি
যার ফাঁকে ভুলেছ নিজেকে, ভুলেছ দহন







স্তব্ধ স্টেশন
ট্রেনটি বাতিল হল

একটি উল্কার অপেক্ষায়
লাইন ধরে ছুটে গেল একটি মেয়ে
তার সঙ্গে দেখা হয়েছিল ঠিক এখানেই
একটি ছেলের। মুখে হাসি ছিল
অথবা ছিল না

সব প্রেমের কাহিনিতে সবার কথা হয় না
সব কথার জন্য প্রেমের কাহিনি থাকে না

অথচ এক জন্মকালীন বৃষ্টির ছোঁয়ায়
তুমি ভিজে গেলে
মেয়ে হলে

বেছে নিলে বাতিল কোনও ট্রেন
আমার বুকে এঁকে দিলে স্তব্ধ এক স্টেশন 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন