হোমকবিতা শুভাশিস গঙ্গোপাধ্যায় : কবিতা ভুবনডাঙা 0 মন্তব্যসমূহ Facebook Twitter দগ্ধ সময়শুঁকে দেখছি সময়,আলুথালু বিশ্বাসআর বিস্রস্ত বিজ্ঞাপনলিপি।ইন্টারভ্যালের ঘণ্টা বাজাবে বলেউঠে বসেছিল নড়বড়ে হাতআঙুলে-বাঁধা সুতোয় টান পড়লেইসংকেত আসবে ভেবে।দক্ষিণদুয়ার এখনও তো খোলাকেবল বাতাস আসে না।বাতাস ভারী হয়ে আছেদগ্ধ সময়ের ভারে। Tags কবিতা Facebook Twitter
একটি মন্তব্য পোস্ট করুন