দগ্ধ সময়

শুঁকে দেখছি সময়,

আলুথালু বিশ্বাস

আর বিস্রস্ত বিজ্ঞাপনলিপি।

ইন্টারভ্যালের ঘণ্টা বাজাবে বলে

উঠে বসেছিল নড়বড়ে হাত

আঙুলে-বাঁধা সুতোয় টান পড়লেই

সংকেত আসবে ভেবে।

দক্ষিণদুয়ার এখনও তো খোলা

কেবল বাতাস আসে না।

বাতাস ভারী হয়ে আছে

দগ্ধ সময়ের ভারে।

Post a Comment

নবীনতর পূর্বতন