ভূপেন হাজরিকা
মূল অসমীয়া থেকে বাংলা অনুবাদ সপ্তর্ষি বর্ধনযদি জীবন কাঁদে নেই নেই বলে
যদি দুঃখে ওড়ে ধরণীর ধুলো
নিরাশা আশাগুলো ভাঙতে চাইলে
আমার গাওয়া গানটি গেও।
একটা বককে যদি একা একা
সাগরের দিকে উড়ে যেতে দেখো
বিরাটকে ছোট ক্ষণ যদি ভাবিয়ে তোলে
আমার লেখা গানটা পড়ো।
যা চাও যদি তুমি একবারও না পাও
না চাওয়াটাকে যদি বহুবার পাও
চাওয়াকে কেঁদে-কেটে চাইলে
আমার হাসা হাসিটা হেসো।
বহুবার বহু বুক ভাঙা দেখি
তাই আশায় ভরা গানটা লিখি
যদি ভুলে তুমি অন্ধকারকে পাও
কাঁটাকে শিউলির পাপড়ি বলে নাও
তোমার রক্তের পথ রাঙা হলে
আমার দেওয়া সুরে মুছো।
একটি মন্তব্য পোস্ট করুন