জয়িতা ভট্টাচার্যের কবিতা






চক সার্কেল

একবার ভালোবাসা এসেছিলো।তখনও রোদ সইবার মতো কুসুম রঙের জল,আলোর মতো শিশুর দল চলে যেতো রাস্তা পেরিয়ে মাঠ আর মাঠ পেরিয়ে ঘাসের ওপর ইস্কুলে।
একবার ভালোবাসা এসেছিল।
স্নান করে সবে মুক্তো ছড়িয়ে রেখেছি,সিলিং ফ্যান থেকে নেমে এসেছিল হাল্কা মেঘ।
লোমশ কুকুর
কিম্বা পোষা বেড়ালের মতো দুপুর শুয়েছিল গলিতে।
ভালোবাসা এলো।তারপর কী বৃষ্টি!বৃষ্টিতে উঠোন ভরে গেল। 
রঙিন মাছেরা এলো।
সড়ক ভেসে গেলো। চকের দাগ ডিলিট।
ফেসবুকে ব্লক,ফোন,
কোথাও নেই তুমি।
জীবনানন্দ পর্যন্ত বললেন
"এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো ছিল।"
এখন ছাঁটাই হয়ে পড়ে আছে এক শ দিনের কাজ,হুড়মুড় করে  উল্টে যাচ্ছে বসবাস।
ছবি ভাইরাল। ভালোবাসা সেদিন আমার ঘরে এলো।তারপরে প্রায় বন্যার মতোন হলো।
আমরা স্রোতের মুখে কুটো।
পৃথিবীর সব ঘড়ি এখন বন্ধ। কলোনিতে মেঘেদের আন্দোলন
চলছে-চলবে।






ব্যবধান 

তুমি ছাড়া আমার আর কোনও দূরত্ব অতিক্রম করার নেই।
সেই কবে দুটো পাথর কাছাকাছি এসেছিল,
পড়ন্ত আলোয় কী যে অনবদ্য ছিল তিথি!
সমুদ্রের মতো অনিশ্চয়তা যদিও ছিল।তবু যা হবার হলো।
আগুনে আগুনে পুড়ে গেলো  আমাজনের বন।গলে গেল পিচ।
কালো আর উত্তপ্ত কাদায় নষ্ট হয়ে গেল প্রায় সব।
দুটি চকমকি পাথর ঘেঁষাঘেঁষি বসে দেখল 
আলো থেকে কিভাবে ছাই তৈরি হয়।
তারপর থেকে বিশ্বাস নিখোঁজ 
ভালোবাসা চুরমার!

তথাপি অন্তত রাতের আগে তোমার কাছে পৌঁছে যাওয়া জরুরি।





খেলা

জীবন একটা গেম ছাড়া কিছু নয়।হার-জিৎ কিছু নেই জেনে গেছি আমরা ।
হরকা বানের স্রোতে ভেসে যেতে পারো 
এই ভেবে তুলেছ কংক্রিটের পাঁচিল।
নীল প্রজাপতি তবুও টপকে চলে আসে এই পাড়ে।
ওড়াউড়ি করে কাশবনে।
অশ্লেষা,মঘা,আর কৃত্তিকা 
আর যারা ছিল দূরে কিম্বা কাছে
চেয়ে চেয়ে দেখছে রক্তের ভেতর এইসব লুকোচুরির খেলা।

"তুমি জিতে যাও" 
আমরা দুজনেই প্রাণপণে চাইছি আজ।






প্রেম

হয়ে গেলে, 
রাতচরা পাখি এনে দেয় অসহজ দাগ।চুম্বনের মতো বিস্ময় এখন ভাসছে নদীতে। শাড়ির পাড় বরাবর চাঁদের জড়ি।পাথরে লিখেছ শোক একদিন।গঞ্জের হাটে থেকে উমা কিনেছে অন্ধকার।চারিদিকে গজিয়ে ওঠা প্রার্থনা স্হলে লিখে রাখছ মাংসাশী রূপকথা।কয়েকজন অন্ধ এগিয়ে যাচ্ছে সামনের দিকে।কয়েকজন বোবা নতুন সুর বসিয়ে দিচ্ছে পাখির ঠোঁটে।বিপর্যয়ের মালা হাতে ওখানে দাঁড়িয়ে আছে শ্বেত করবী।আমার ঈশ্বর দূরে বসে মিটিমিটি হাসে। দূরে।
জলের ভেতরে নিরন্ন কথাগুলি ভাসছে। ঘুম।


Post a Comment

নবীনতর পূর্বতন