পার্বতী রায়ের কবিতা
ভুল কল্পনা
দুপুরময় আঁশটে গন্ধ
ছেড়া পাতারা উড়ে বেড়াচ্ছে
এক পৃথিবী ঈশ্বর !
খুলে রাখছি ভুল কল্পনা
আড়াল
সন্ধের আলো জড়ো করে
বয়ে যাচ্ছিল চোখ
এখনও কী আড়াল করছো প্রভু !
বাস্তুশাস্ত্র ভুগছে দ্যোতনায়
ব্যাধির কপাল ফিরছে
একটি শূন্যস্থান এসে বসা কি জরুরী ছিল !
প্রলোভন
অভূতপূর্ব সকাল এড়িয়ে যাচ্ছে আমাকে
ধান খেতে পাখিদের আনাগোনা নেই
পূর্বের সব কবিতা ভষ্মিভূত হয়ে গেছে
এখন ছাই জড়ো করছি
অন্দরমহলে ফাঁপা দুঃখ গুলো আনচান করছে
সাবেকি উষ্ণতারা কোথায় !
আলো জ্বেলে নিভিয়ে দেওয়া
এ কেমন প্রলোভন !
অহমিকা
নিজে নিজে সকাল দেখা যায় না
অহমিকা জেগে ওঠে
শস্যের কিনারে পৃথিবী এসে ডুবছে
কিছু কাল জিরিয়ে নিলে কেমন হয় !
এতো এতো যন্ত্রণার কোনও ছায়গাদা নেই
সৃষ্টির রুমাল নেই ঘাম মুছবার
আলো ফেলে ফেলে এতদূর এসেছি
এখন যদি ফিরে যেতে বলো কীভাবে যাই !
একটি মন্তব্য পোস্ট করুন