রিতা মিত্রের কবিতা 



স্ফুলিঙ্গ

একে একে মুছে ফেলি প্রতিশ্রুতির কথা
এবার একটা গভীর অবগাহন
প্রতিশ্রুতির স্ফুলিঙ্গ থাক ছাই চাপা
অবসরের উপত্যকায় এখন হাসনুহানার সুবাস
  শরীর জুড়ে বিষাক্ত কীটের দংশনের জ্বালা
সম্পর্কের ফাটলে বেজাতি চারা মাথা তুললে প্রতিশোধের স্ফুলিঙ্গ গুলি বাতাস পেয়ে যায় লেলিহান বহ্নিশিখায়
আমি মুকদর্শক হয়ে রই
তোমরা মল্লার রাগে গান ধরো
এ বছর আকাশে একটুও জলভরা মেঘের দেখা নেই
ঘুমের উঠছে হৃদয়ের আকাশ।





নির্বাক

ভিজে শরীর থেকে উড়ে যাচ্ছে মেঘ বাতাস
খানিকটা অসময়ের বর্ষা নেমে এসেছিল যেন
ফুলের হৃদয়ে কতটা পরাগ জমেছে প্রজাপতি জানে
বিষাদের আকাশ নিচে নেমে এলে
কান্নার সামনে চাতাল গড়ি

ভাতের সু ঘ্রাণের অপেক্ষায় জোড়া জোড়া চোখ
নিজেকে কেনার জন্য নিজেকেই বেঁচছি রোজ
   নিজের হাতেই জ্বালিয়েছি অভিলাষার চিতা
নির্বাক শব্দটি অবাক চোখে তাকিয়ে থাকে আমার দিকে।






রক্তাক্ত খবর

পেপার ওয়েটের নীচে চাপা পড়ে আছে খুচরো খবর
ঠোঁগা হয়ে ওঠার আগে আবহাওয়ার আস্বাদ নিচ্ছে মন ভর
একটা লোক কাটা পড়েছে রেল লাইনে
ক্যামেরার ফোকাস - পেনের খসখস হাজার লোকের ভিড় - হাজার মতামত
কালো কালি দিয়ে লেখা হচ্ছে রক্তাক্ত খবর
রেল লাইনের উপর  ফিরে এসেছে শীতল জ্যোৎস্নার আলো
দূরে লাল সিগন্যাল দেখা দিলেও আপাতত সব শান্ত
চামচিকা উড়ছে বাতাসে, একটা কুকুর অনবরত ডেকে যাচ্ছে প্ল্যাটফর্মে বসে ।




রাত ডুবুরি

রাত ডুবুরি নেমেছে পথে পথে
ইন্তকামের ঘড়া পরিপূর্ণ হয়নি এখনও
ঘেরাটোপেরও ফাঁকফোকর থেকে যায় কখনও কখনও
অছিলায় ধনুকে ছিলা পরাবার সুযোগ খোঁজ
গুণিনের কাছে জানা হয়নি যাত্রার শুভক্ষণ
রাতের বোতাম বন্ধ হবার আগে
সংক্ষিপ্ত করতে হবে ডায়লটোনের রিং।

Post a Comment

নবীনতর পূর্বতন