শবরী শর্মা রায়ের কবিতা 







ছিন্ন

বাসস্ট্যান্ডে একাই নেমেছি
এত একা হলাম করে 

ধুলো উড়িয়ে চলে যাচ্ছে বাস

দুটো চোখ 
নামতে পারে নি







এখন

পাশে এসে বসেছ 
বসে থাকার ভেতর তুমি 

তোমার পায়ে
রাস্তা থেমে আছে 

রাস্তা যেকোনো সময় 
যেকোনো দিকে 
ছুটে যেতে পারে 

তোমার বসে থাকার ভেতর 
আমাকে নাও









আপ্রাণ 

সব রাস্তায় চলতে শেখে নি কথা 
তবু যেতে চায় 

হন্যে হয়ে খোঁজে 
শান্ত এক রঙ 

কথা জানে সে রঙ আছে 

কী নামে ডাকবে জানে না 
স্পর্শ জানে না 

কথা কেঁদে ফেলে 

কেন কাঁদছে , জানে না









আঘাত

শুধু একটা মনে পড়া 

মনে পড়া কিছু ফেরত দেবে না 

তুমি বারবার দরজার কাছে যাবে 

ঠুকরবে ঠোঁট 

লোকে বলবে

কাঠঠোকরা 

Post a Comment

নবীনতর পূর্বতন