নিবেদিতা ক্ষেপীর কবিতা 








বিচ্ছিন্ন আবেগের কোলাজ 

(ধারাবাহিক কবিতাযাপন)




১০

একটা ফুল রাখা আছে
পুরোনো, শুকনো
কিন্তু তরতাজা আবেগে সুগন্ধিত

একটা ফুল রাখা আছে
খাতার ভাঁজে
আলগোছে

একটা দিন হয়তো আসবে
তুমুল ঝগড়ার মাঝে
একটা ফুল খোঁপায় গোঁজা হবে!




১১

চুপ করে থাকি
আমি!

পড়শি বসত করে আমার,
ও তাদের কূটকচালি তে চুপটি মেরে থাকি
আমি।

আগুন জ্বলে পেটে
আমার পায়ের শব্দে ওদের চুল ওঠে!

আমি চুপ করে থাকি
দেখি বাসে উঠলে বিপ্লব তোমাদের

আগুন জ্বলে ফুটপাতের উনুনে
আমার বুকে ধোঁয়া ভরে।।





১২

ঘুমাচ্ছি ভেতরে ভেতরে
কোনো সংঘাতে আবার উঠবো জেগে!
ঘুম ঘুম পৃথিবীতে একটা রাত দাও
আমি ঘুমাবো তীব্র বেগে;
ঘুম যদি না আসে বহু রাত
দোষ দেবো গত প্রেমিক রে।

তবুও জেনে রেখো
আমি মনে মনে আদিম থেকে যাবোই
আর
তোমাকেও ফিরতে হবে





১৩

আমি বেছে নিয়েছি...

এখন আর উঁচুতে বসতে পারিনা
ভয় করে;
বড় হতে হতে বড্ড ছোটো হয়ে
গেছি আমরা।

দূরের দিকে দেখবো বলে
মাটির সাথে দূরত্ব বজায় রাখি

হঠাৎ এমন সময় থমকে গেছি
ফিরে দেখেছি
একজন মাটির সাথে কথা বলে
বীজ পুতেছে সোহাগ করে।

কল্প বৃক্ষ ফল রূপে চাঁদের স্বপ্ন পূরণ করবে।।



(চলবে...)

Post a Comment

নবীনতর পূর্বতন