সুবাইতা প্রিয়তির কবিতা







যোগাসন অবসান হয়েছে যখন



****

যে সাঁঝে মরে গেছে গেঁথে মালা আধা
যদিও তা তোমার হতো, পরো না সে আগাঁথা
কী করে জানবে যে তা অশ্রুমাখা নয়!
মৃতের অশ্রু বিষ হয়ে যদি খুনে হৃদয়
আর একবার আগেভাগে তোমারে সাজায়
কফিন-ডালায়,

তখন তোমার প্রিয় প্রেমিকার কী হবে?!





***

যারা যাওয়ার তারা নিয়ে গেছে
যারা যাওয়ার তারা না নিয়ে যায়নি
যারা যাওয়ার তারা নেওয়ার আগ পর্যন্ত যায়নি
আর তারা নিয়েই চলে গেছে।

সন্ধ্যারা স্মৃতিকাতরতা নিয়ে গেছে
লম্পটেরা সুইট হার্ট
ভোর নিয়ে গেছে রোমাঞ্চকর স্বপ্নের আবেশ

মুগ্ধতা নিয়ে ডুবে গেছে মুক্তা-
ঝিনুকের অসীম বুকে।






**

হাজার অব্যক্তের যন্ত্রণা নিয়ে যে গেছে
তার ব্যথায় কথারা বোবা হয়ে গেছে

ভাষা যা কিছু, আবেদন হারিয়েছে।






*

তোমার দেখাদেখি এ অবধি কতোবার ছাড়লাম প্রেম
হৃদের মসজিদ-মন্দির গুঁড়িয়ে হলেম ঈশ্বরদ্রোহী

তোমার থেকে শিখে কতো তুললাম ফুল ভুলে আগাঁথা মালা
নিরব আবেদকে করে সূর্যমঞ্চের বৈরাগী

তবু তোমারই জয়, তোমারই জয়,কৃতিত্ব তোমারই
ক্ষত সেই যে, ঢাকবো এমন রত্ন পাইনি এই অবধি।

Post a Comment

নবীনতর পূর্বতন