দেবশ্রী দের কবিতা 







ক্রাচ

একটি পার্বত্য স্বপ্ন 
উঠে উঠে যাচ্ছি তোমার গায়ে 

অনেক মা শুয়ে আছে নীচে 
অনেক বাবা 
ডেকে যাচ্ছে নিচের ধূসর বাড়িটায়

তারপর 
            তারপর 
                         তারপর 

তোমার দেওয়া ক্রাচটিতে ঘুণ 
তোমার দেওয়া উচ্চতায় ঘুম ভেঙে যায়







কুয়ো

তোমার সঙ্গে থাকতে এসেছি 
কী অসাধারণ মাংস রান্না করতে পারো তুমি!
এখনই ঝড় উঠবে 
এখনই আমার শরীরে গজিয়ে উঠবে মাংস 

এই গল্পে যে কেউ পুরুষ। যে কেউ নারী। কাটাকাটি। 

শেষ হলো? শেষ হলো?
একটি অন্ধকার কুয়ো এগিয়ে আসছে
একটি হাঁ-করা কুয়ো 

দেখতে পাচ্ছেন আপনারা 

আমি কুয়ো থেকে মাংস তুলছি। ছেলের মাংস। মেয়ের মাংস
আমি থাকতে আসছি। ছেলের ঘরে। মেয়ের ঘরে

আর মিলিয়ে যাচ্ছে নিয়মজনিত অন্ধকার 







অগ্রগামী

ছায়ার আগে দাঁড়িয়ে রয়েছে যারা 
তাদের কোনও লিঙ্গ নেই 

নেই কোনও শারীরিক বারান্দার গান

তাদের সঙ্গে হেঁটে যাব ভাবি—
কয়েকটি পাখি ডেকে ওঠে, ঝাপটায় ডানা

ভয় দেখায়, অতখানি 
এগিয়ে গেলে তো আলোরাও মেয়ে হয়ে যায়







দূত

তোমাকে ভিজিয়ে দিতে এসেছে যারা 
সময়ের হাত ধরে সাড়া দিয়েছ কি

ভালোবাসা চিনেছ কমলা নদীটির?
ভাসিয়ে রাখছে কত ধীরগতি ডাক

একটি একটি করে কাঁটা সরে যায় 
ঘড়িটি নামিয়ে রাখো দু'পায়ের মাঝে

ধরা দিতে পেরেছ কি সেইসব ভিড়ে 
যেখানে ফুলের বুকে চুমু খাওয়া পায় 

আজ তবে কার কাছে মরে যাওয়া চলে 
কোন মায়া পদতলে রেখেছ প্রবল

Post a Comment

নবীনতর পূর্বতন