নাগরিক চাঁদ
নাগরিক চাঁদ সোজাসুজি তাকিয়েছে কবিতার চোখে,কল্পনার সঙ্গে আজ বোঝাপড়া হবে
কবির মতোই নির্জলা বৈশাখে কবিতারও মনে নেই সুখ,
শব্দের গোপন যদি পুরনো মিতালিকথা লিখে রাখে কবিতাবাসরে
এই গৃহবাসী জখম কবিকে একটা কিন্তু খবর দেবেন
গাছেরা প্রকৃত জানে,
পাতার আড়ালে অন্ধকার ঝুলে থাকে বাদুড়ের মতো,
এখন আমিও তাই
আলোর মঞ্চ ছেড়ে,অন্তরালে, মনোপথে স্বেচ্ছা বসবাস
পারলে একটা খবর দেবেন,
একটি মন্তব্য পোস্ট করুন