অধর্ম 

এতদিন পর্যবেক্ষণের পর আজ সিদ্ধান্ত নেবার সময় 
যে অরণ্যে সূর্য অন্তরঙ্গ ছিল, তার গা ঘেঁষে  নদীমাতৃক বিয়োজন  । 

আমি ধর্ম নাকি অশ্লেষা নক্ষত্র ? 
নথিভুক্ত হয়েছি ব্যালটের আগুনে । 

উত্তোলিত পতাকা আর তার চরণের ফুল দিয়ে ফুটো করেছি বস্তির দেওয়াল , 
শোক নেই আমার। বার্তাও নেই তাই

নগ্ন বুক। ঢাকার কাপড় কিনি না এখন
পরিবর্তন এবং প্রতিবাদ বলতে এই সামান্যই
 
পরিত্যক্ত বিছানা এবং তার কাছে রেখে আসা যে ঋণ 
রাস্তার হদিশ পেলে পৌঁছে দেব নিজস্ব ধর্ম

আপাতত সাময়িক বিরতি।
বিরতিতে পিয়াংকী ছাড়া সকলের প্রবেশ নিষিদ্ধ... 

Post a Comment

নবীনতর পূর্বতন