বিচ্ছিন্ন আবেগের কোলাজ

(ধারাবাহিক কবিতার সিরিজ)







এই দেখা না হওয়াটা থেকে যাক।

অনেক দিন দেখা না হয়...

অনেক দিন দেখা না হলে কি
দেখার ইচ্ছে বাড়তে থাকে!

অনেক দিন দেখা হবে না...

অনেক দিন দেখা না হলে কি
ধূলো জমতে থাকে!

এই দেখা না হওয়াটা থেকে যাক
এর মধ্যেই লুকিয়ে আছে সংকেত

ভালবাসা বড় বিপদের মতো সবুজ।।








ধুর বোকা!
বোকা তো আমরা রোজ হচ্ছি, হয়ে চলেছি।

জেনে বুঝে, না খুঁজে আসল মানে, বুঝেও না বুঝে আবার কখনো কিঞ্চিৎ বুঝেই বোকা হয়ে চলেছি
মানে আরো দু অক্ষর জোড়া বোকা আর কি!

বাবার জন্য ঘ্যান ঘ্যান করলে মা বলতো ভালো করে পড়াশোনা কর, তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড় বাবা চলে আসবে।
ঘুম থেকে উঠে বাবাকে খুঁজলে মা বলতো তুমি তো ঘুমাচ্ছিলে তাই তোমার মাথায় হাত বুলিয়ে বাবা চলে গেছে!
বাবা তো চলেই গেছে কবে তারার দেশে!

ভালো করে লেখাপড়া শিখে আদর্শ মানুষ হতি হবে।
তবেই সমাজ এগোবে নতুনের দিকে!

তা এই আদর্শ কি জানতে যুগ যুগ পেরোলো, এখন তার ডান বাম রাম ঝাঁটা রূপ দেখছি।

এই যে ভোরবেলায় শুরু ধাঁধার থেকেও জটিল আমাদের কাহিনী বয়ে চলে এ গলি সে গলি,
পাড় হয়ে কানা গলি ছুঁতে কি পারে নিলয় অলিন্দের কুঠুরি!

প্রতি পলে প্রতি মুহূর্তে প্রতি জনের কাছে বোকা হয়ে চলেছি।
বোকা করেও চলেছি আয়না দেখলে বুঝি!

তবুও আমরা কিছু বোকারা মিলে
বোকা বোকা হাসি হাসবো আবার
চাঁদে কিনলে জমি কেউ...

Post a Comment

নবীনতর পূর্বতন