আবহ
পাখি ডাকা সন্ধ্যায় গোধূলির আলো মেখে কিসের অপেক্ষায় নীলকন্ঠ!
প্রদীপ জ্বালাই। নিয়ত অন্ধকারকে আহ্বান করি। ঝিঝি পোকার সংসারে তখন চরম ব্যস্ততা। যেসব পোকামাকড়রা আলো দেখে উৎসবে মেতে উঠেছিল, তাদের মৃতদেহ ছড়িয়ে চারপাশে। মহাভোজে জড়ো হয়েছে সহস্র পিঁপড়ের দল।পোষ মাস ছাড়াই সর্বনাশের খোলামেলা খেলা চারিদিকে—
আমরা খরগোশ সুলভ আচরণ শিখে নিয়েছি। তবু উদগ্রীব হয়ে থাকি বুঝতে—
নীলকণ্ঠ কি জানে এই অভিসারের গুপ্তকথা!
একটি মন্তব্য পোস্ট করুন