তুমিও বুড়ি হয়ে গেছ
আমি তো বুড়ো বেশ ক'সাল থেকে
বিরক্ত লাগে খুব, মানিয়ে নিচ্ছি
ছোঁড়া -ছুঁড়িরা তেমন আর দেয় না পাত্তা
দাদু শব্দটায় বিরক্তি, তবু ওরা ডাকে
নিরালা নির্জন খুঁজে যদি বসি
পাশটা ফাঁকা অথবা অশীতিপর পরী।
যৌবনরাজ্য থেকে পৃথিবী আমাকে
নির্বাসিত করে দিতে চায়
বাধ্য হয়ে বিষণ্ণ ঘোরাঘুরি করি।
অনেক দিন পর তোমাকে দেখলাম
তুমিও বুড়ি হয়ে গেছ ঈশানী!
একটি মন্তব্য পোস্ট করুন