১
অনুসরণ
সরল লোকটা সহজ ভাবে চলে গেল।
মাঠের নাড়ায় ফিসফিস
গাছের কোটরে কূট আলোচনা
ভিজে পাতা থেকে দুফোঁটা অশ্রু
শামিয়ানার নিচে যতটা না শ্রদ্ধা
বেশি বিরক্তি…
লোকটা কিছু বুঝল কিনা জানি না।
সময়ের হাত ধরে খোঁড়াতে খোঁড়াতে
অন্য এক সময় হেঁটে যাচ্ছে লোকটার পিছু পিছ !
প্রণাম
এসকর্ট সার্ভিসে গিয়ে মেয়েটি মারা গেল
টাকা তো পেলই না, একাধিক পুরুষ সারারাত
ছিঁড়ে খেয়ে, যোনিতে অ্যালকোহল ঢেলে
আগুন ধরিয়ে দিল; ক্যানসারগ্রস্ত মা সারারাত
জেগে বসে থেকে ভোরে থানা থেকে ফোন পেল।
মেয়েটির বডি যখন বিদ্যুৎ-চুল্লিতে ঢুকবে
ঠিক সেই সময়, এক বিষণ্ণ কবি চুরুট হাতে
শ্মশানে ঢুকে মেয়েটিকে মা বলে প্রণাম করলেন!
একটি মন্তব্য পোস্ট করুন