আদিম

বিপ্লবের মোড়কে 

লেখা হবে মিলনের ঐকান্তিক।

 তোমার খোলা চুল 

স্পর্শ করবে পৃথিবীর কোল।

আমার শরীর জুড়ে 

এক পৃথিবী জলপ্রপাত নামবে—

জাগবে প্রাগৈতিহাসিক আদিম।

নক্ষত্রের নিচে পাশপাশি বসে

গাইব নজরুল গীতি। 

বিদ্রোহী প্রেম জেগে উঠবে 

আমাদের ধমনী-শিরায়।

ভেঙে ফেলবো নির্বিকার

থেমে থাকা সময়ের চাকা।

হাতে লাল মেখে সিঁদুর খেলব

এ ভাবেই তুমি আমি ।

আমাদের ছা পোষা বিপ্লব 

ছড়িয়ে পরবে দুর্ভিক্ষ মড়কের শেষে

মানুষের প্রেমে মানুষের মনে। 

Post a Comment

নবীনতর পূর্বতন