চিত্রনাট্য
একটা মানুষ হেঁটে চলে গেল ।
দ্বিতীয় একজন সেই দৃশ্যের সামনে
স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখানো।
তৃতীয় চরিত্র হিসাবে তুমি যাকে মনে মনে ভাবছ
সে এখনো জানতেই পারেনি
এই চিত্রনাট্য তাকে ভেবেই লেখা হয়েছে।
এভাবেই একটা জীবন থেকে আর একটা জীবনে
পৌঁছে যাওয়া যায় অনায়াসেই ।
এই সামান্য কথাটা জানলে
তুমি তৃতীয় জনের জন্য অপেক্ষায় থাকতে না।
স্পর্শ
হাত বাড়িয়ে তোমাকে ছোঁয়ার মুহূর্তে
একটা শূন্যতা গ্রাস করে নেয় ।
এটুকু বলার জন্য
আমি অপেক্ষায় থেকেছি অনেক দিন
তারপর সময় এলো
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলে তুমি ।
সেদিন থেকে একটা নদী
আমার মধ্যে বয়ে চলেছে অনর্গল।
একটি মন্তব্য পোস্ট করুন