প্রথম চুম্বন 

মরা কার্তিকের জলে উপুড় হয়ে 
পড়ে থাকে চাঁদ
দু-চার ঘর শাপলা , পানাপদ্ম 
আর মাঠের ওপাশে ,
হাওয়া দেয় খুব 

ধুলো ওড়ে 
পুজোশেষ ঘ্রাণ ও
ধূমফুল্কির কোণে, জমে থাকে প্রেম 

দু-দন্ড মোলাকাত -

আদম ইভ । প্রথম চুম্বন !







উপনিবেশ 

হৃদয় , মস্তিষ্কে 
বেদানাজাল, 

এভাবে ঘর বাঁধলে ! 







তুমি

মৃত্যুমুখ থেকে বারাবর ফিরে আসি ,

অপর মৃত্যুমুখে !





সন্ধিক্ষণ 

মৃত্যু , আগুন ও 
তোমার কাছাকাছি এসে বসি 






নিঃসঙ্গতা

চাঁদের আলো ছাড়া
প্রেমিকের কেউ থাকে না

Post a Comment

নবীনতর পূর্বতন