মর্নিং ওয়াক
পেরিয়ে যাচ্ছি নির্দেশমত
ঘাম ঝরিয়ে সারিয়ে নিচ্ছি যাবতীয় অসুখ।
বজায় রাখছি সমস্ত রকম নীরবতা।
আত্মীয় হয়ে উঠছে গাছ।
নির্ভেজাল অক্সিজেন শুষে নিতে কাকভোরে হেঁটে চলেছি।
সেই কবে থেকে হেঁটে চলেছে মা।কাকভোরে।
শিউলি তলা থেকে ঠাকুরঘর, ঠাকুর ঘর থেকে রান্নাঘর।
আর একমুঠো ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে আমার মর্নিং ওয়াক এর পথে পথে।।
একটি মন্তব্য পোস্ট করুন