রাংঝাল

হাসির বয়সী 
খুব পাপ লাগে। দরদাম লাগে 
কবজা খুলে যায়

রাতের মরচে। ভারী। সিন্দুকের
লোহার বিনুনি 
জংফুলে বসেছে সায়েরা

ধুনুরি সিনেমা তোলে
কাপাসকালের লাল

রাংঝাল
উপচে যায় হাসির চট্টান







বেশুমার 

লন্ঠনের স্মৃতি ঢেলে লন্ঠনকেই
ফুসলে যাচ্ছে রাতের ফেরেব

 বিলম্বিত মেজরাব
বস্তুর ভরকেও বাজায়

গা-মোজা হাওয়ায় 
সখীদের সুরের খাদান

লন্ঠনও উড়ছে

উটের পায়ের শীত

নারকোটিক হাসির শূন্য 

2 মন্তব্যসমূহ

  1. সমীরণদার আঁকার মতোই তাঁর কবিতা বর্ণ ও সম্ভাবনাবহুল ।

    উত্তরমুছুন
  2. একেবারে খাদ আর চড়াই পাশাপাশি থাকার মতো কবিতা আর তার চেতনা শরীর।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন