বৃশ্চিকরাশি খেতে খেতে
আয়ুরেখার মেঘ।
উত্তর থেকে দক্ষিণ। চৌম্বক ক্ষেত্র।
শরীরে পাঁচ ফল।
সাঁতার কাটছে।
অন্তহীন ডানা।উঠোন থেকে দ্বাদশীর বিছানায়।
জানলার ওপারে গ্রাফিক্স। আলো আঁধারির।
বৃশ্চিকরাশি খেতে খেতে
পৃথিবী ও চাঁদের ফাঁকে। শুনছি।
দরবারি কানাড়া।
ঘুমের টেবিলে। শনি বন্ধুরা।
আগুন খুঁজছে।
অষ্টতলের ছায়া।আলোক বর্ষ দূরে। আমি ছুটছে।
সমস্ত করিডোর।পেরিয়ে।
শুধু তোমার মুখ।
দেখেও দেখছি না।
ভাবাচ্ছে
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন