হিংস্রসময়
আমি আর আমার ভেতর থাকতে
চাইছিনা
বেড়িয়ে পরতে ইচ্ছে করছে নিজেকে ভেঙ্গে গুড়িয়ে চৌচির করে
অন্য গ্রহের দিকে ছুটে যাবো
এই পৃথিবী বিষবাষ্পে ছেয়ে গেছে
আমার ভাই আমার রক্ত চাইছে
আমার বোন আমার কলিজা চাইছে
নিজের মা তার সন্তানের মাথা
চিবিয়ে খেতে চাইছে
হে হিংস্রসময় তোমার কাছ থেকে
মুক্তি পেতে
আরো একটি নতুনপৃথিবী
দরকার ....
ভয় হয়
এখন সময় দ্রুত পাল্টে যাচ্ছে
কথাছিল তোমার সঙ্গে আমার বিচ্ছেদের
কিন্তু এখন একে ওপরকে যাপ্টে ধরছি
এতো রাস্তা তবুও পিছনে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছিনা
দ্রুত দিন শেষ হয়ে যাবে
এখন সন্ধ্যায় সন্দেহ হয়
ভোর হওয়ার আগেই নিজস্ব বাসায় ফিরতে পারব তো..
একটি মন্তব্য পোস্ট করুন