দাঁতের চিহ্ন
আমার প্রেমিকা দহনশীল
তার স্তন আমার প্রিয় বাসস্টপ-
রোদ উঠলে তার অন্তর্বাসে শালিক বসে রোজ
আর ঢুলু চোখে সে গুনে দেখে তাদের-
তার অনুমান
একজোড়া শালিক চিনতে পারে আমার নীলচোখ...
রাতে ঘুম হয়না বলে আমিও উড়ে যাই স্তনে
বৃন্তের আনাচেকানাচে মদ্যপ উষ্ণতা
অনায়াসে মেপে নিই প্যালেন্তাইনের তাজা বোমা
যেগুলো ফেটেছে শরীরে
তাদের সংখ্যা অগণিত
আর যেগুলো ভিজে, টাটকা বিস্ফোরক
তাদের নাভিতে স্পষ্ট দাঁতের চিহ্ন...
একটি মন্তব্য পোস্ট করুন