তিনকন্যা 


১)
যে যার মত করে  প্রেম রাখি  জলের সুরে ভাসা আলোয়
চাবুক চাবুক এক গন্ধ মিশ্রিত স্মৃতি কেঁপে ওঠে
শল্ক খসে যায়
উপপাদ্যের বিবিধতায়।





২)
স্রোত শুধু
ভাসমান বহুবিধ ভাঁড়
নিকট দুরকে চেনে
গলা বুক ,মৌনতা।
ঢ্যারাহীন  কে আর কাকে বলে দেবে ফুসমন্তর, ঘুমবাজি।






৩)
চুপটি করে থেকে যাও
কলকব্জাহীন দরজা
পাহারায় ফক্কা।
কিছু নেই
খেলা আসে,খেলা হয়
চকমকিতে জ্বলে অপাপবিদ্ধ সময়
ঘুণগুলো খসে
তেলেপোকাদের বেশে।


Post a Comment

নবীনতর পূর্বতন