স্বাধীনতা

চলমান রাস্তায় হোঁচট খায় স্বাধীনতা,
কেউ না কেউ পা ভেঙে দেয়
অথবা গুলি করে।
স্বাধীনতা তখন খোঁড়াতে থাকে
ততক্ষন যতক্ষণ না 
বুকে গুলি এসে লাগে,
মুখ থেকে ফুলকি দিয়ে বেরিয়ে আসে
জবাফুল।

পাগলা মন তবু শোনে না।

সূর্যমুখী ফুল দেখাই,
দেখাই নিউ-ইয়র্কের গগন-চুম্বি, টাইম-স্কোয়ার,
সিঙ্গাপুরের মারিনা - বে।
যদি সে একটু রাস্তা ভুলে সটকে যায়
দোটানায় - গতানুগতিক মানচিত্রে।

পাগলা মন তবু শোনেনা।



Post a Comment

নবীনতর পূর্বতন