টবে বউমরিচ

টবে গ্রাম। এক ঝাঁক রোদ হেঁটে যাচ্ছে 

ব্যালকনিতে  নানান  রকমের মরিচ ধরে
নিজেরা খেয়েও প্রতিবেশী ভাবিদের দেই
এবার ঘরে নতুন জাতের বউমরিচ তুলেছি
 
খুউব ঝা-আ-ল। 






বিশ্ববিদ্যালয় 

আব্বা ধান বেচা পয়সা পাঠান আমি বিশ্ববিদ্যালয় পড়ি। আব্বার স্বপ্নের সমান
হতে গিয়ে একটা হারামি হয়ে উঠি। 

এখন আমি আর বাপকেও চিনিনা। 


কন্যাদান
~
দুপাশে রঙিন রোদ

মেঘের বুকে রংধনু ফুটেছে। 

একজনকে

আরেকজনের হাতে তুলে দিচ্ছি।

ওর মা ডুকরে ওঠে...

দুধ পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছি। 






জামবাটি 

বাটি ভর্তি চাঁদ

আম্মা গরম গরম খেতে দেন

শীতের পোষাকে সূর্যাস্ত গেলে

উঠে আসে রাত্রি

উঠোন উপচানো জোছনা 

ট্রাকস্যুট থেকে ঝাপিয়ে পড়ছে ।






নোনতা বিস্কুট

বাচ্চাকাচ্চা ভরা সংসার

নুন ঠেলতে ঠেলতে  সমুদ্র 

 মা দৌড়ে বেড়াচ্ছেন নোনতা বিস্কুটে।

অনায়াসে রোদ হেলে পড়লে

আমরা নোনতা বিস্কুট ভেঙে খাই। 



Post a Comment

নবীনতর পূর্বতন