পরজন্ম





১.
অধিক একলা হতে চেয়ে যে ভেঙেছে নিজেকে
অনুভব ঘোর তারও। আশ্চর্য তো কাটে না কখনো;
শুধু নির্জনতা থেকে
উঠে আসে ইতিহাস আর চকোর কাটে
সিনায়, তখন তুমিও পাখি হয়ে যেও উড়ে।





২.
গোপন করেছি যত, পুড়েছে রুপোলি জোছনা
দুহাতে ধর্মবীজ, দেনা যে হয়নি কখনো শোধ।
এ  আয়ুর কাছে এত ঋণ তাই তফাতে থাকি





আলোর বুদবুদ ঐ গড়িয়েছে নীচে শিকড় ছাড়াই
দুর্বিপাক ভেঙে হারিয়েছি আমিও দেখেছি
পুরোনো শরীরে হেসেছেন ঈশ্বর।






ঘুমের ভেতর যত মেঠো ইঁদুর তছনছ
করে দেয়। আবাদের জমিন সকল ধুয়ে গেছে
মস্ত বৃষ্টির দিনে এখন দীন আমি 
তুমি দয়াল হয়ে এসো



সোনালী ঘোষ

Post a Comment

নবীনতর পূর্বতন