স্মৃতিভ্রংশ
মাঝে মাঝে যে ফিরে আসিস
তাকে আসা বলা যায় না
বলা যায় স্বপ্ন
স্বপ্নে তুই কাছে এলে
তাকে কাছে আসা বলে না
বলে স্মৃতিভ্রংশ
তোর স্মৃতি কেবলই ক্ষয়ে যাচ্ছে
রাত্রি
একটু একটু করে
রাত্রি গভীর হচ্ছে
নোতুন অ্যাক বিভাবসু
তোমার গানের গমক আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনন্তে, য্যানো পূর্বমেঘ ছড়িয়ে দিচ্ছে অমোঘ জড়িবুটি।
য্যানো ঈষাণে জোমেছে সুখের আনততল পরমায়ু।
অ্যামন তুলতুলে হোয়ে ছড়িয়ে পড়ছে ভালোলাগা যে,
আমি য্যানো ছুঁয়ে আছি তোমার পয়মন্ত ঠোঁট। য্যানো দীর্ঘতর রাজপথ ধোরে ছোড়িয়ে আছে বেদনার মীঢ়।
তোমার সুর আমাকে ঘিরে রেখেছে মায়াবী বশীকরণে,
তানপুরায় আঙুলেরা খেলছে সুহাসিনী বিদ্যুৎ
আর এই অনিবার্য সুরলোকে দ্যাখো ক্রমাগত জন্মপাচ্ছি নোতুন অ্যাক আমি
নোতুন অ্যাক বিভাবসু।
একটি মন্তব্য পোস্ট করুন