পরমধর্ম

সময়ের স্পর্শসুখে বয়ে চলেছ                   
হে জীবন! তোমার ঠিকানা রাখিনি
দু'চোখের সেতুবন্ধে শেষ নিঃশ্বাসের মুচলেকা
জমা হচ্ছে প্রতিদিন

তুমি তো হৃদয় জানো,
তুমি জানো বাঞ্ছাকল্পতরু

যে নদীর ভিতরে মরু ধূ ধূ,
যে আলোর গভীরে আঁধার

তুমি তার ক্লেশটুকু মুছে
অনন্ত গতিপথে ভরসা দেবে না?






বঁধুয়া

পার্বত্য দুঃখের গানে তুমি ভুল
মধ্যরাতের সেতারে বেজে ওঠা বেদুইন সুর

জীবন বৃহৎ হলে তৃষ্ণা কমে আসে,
তারাগুলি আলোহীন খসে পড়ে যায়

আমি কি তোমাকে দেবো ফোঁটা ফোঁটা মঞ্জরী-শাপ

দৃষ্টির যাত্রাপথে বর্ষা দাঁড়ালে
নতুন বউয়ের মতো ঘুম লেগে থাকে







নিষিদ্ধ 

একখন্ড কাগজ আর
কয়েকটি চিন্তার মধ্যে যাতায়াত 

তুমি মাঝনদীতে বিষাদ ঢেলে দাও 

কিছু কি লিখি,
কিছু কি লিখি তোমার জন্য 

আরেকটি দিন শব্দ ভুলে যায় 
রাতের পদবীজুড়ে পলাতক মাছ

আমি চাই ঘুমের শহরে 
তোমার প্রেম নিষিদ্ধ হয়ে যাক






দেবশ্রী দে

Post a Comment

নবীনতর পূর্বতন