কিছু কথা যা ছুরিকাঁচিতে কেটে ফেলা অসম্ভব
১
দিনের পর দিন রাস্তায়, মিছিলে
চাষি কবি পরিযায়ী শ্রমিক
হাঁটছে কি শুধুই সুখের নেপথ্যে
দৃশ্য পাল্টে যাওয়ার ~
দেশের এই অমৃতকাল!
হজমের ডাইজিন শাশ্বত জেনেই
২
বিশাল পাহাড়ের দিকে
ব্যারিকেডের দিকেও
হয়তো একদিন
সূর্যের গালে~
ভাবতে ভাবতে দিন ঢলে
পাহাড়টির ভাবনায় হয়তো এরম কিছু জোড়াও লাগে
৩
পেন্সিলটি সূর্যকে খুঁচিয়ে তুলছে
সমস্ত গ্রহ-উপগ্রহ তার কথায়
প্রজাপতি আঁকলে
পুড়ে যাওয়া ঘরদোর পেটের খিল কপাটে
সব ছাই হয়ে উড়ে যাওয়ার পূর্বে পাখিরা কি গাইবে
!!জিজ্ঞাসা!!
অনেক কষ্টে ধীর লয়ে সজীব আজকাল
ছেলেটির গলায় সবার গান বেজে ওঠার পূর্বেই
একটা ধাতব খেলনা নড়ে ওঠে !!!
রাজনীতি এখনও এমন
চিত্রকল্প আঁকে!!
তুলিটি ব্যঞ্জনায়
তবুও পোষ্যটির লেজটিকেই আন্ডার লাইন করছে
নিজেকে স্তব্ধ রাখতে অন্তর্জালে
সাধারণ ইঁটকাঠ এসবের ভিতর নিঃশব্দে
মাথার ইমোজি কাটে
৪
অবাধ অগণিত তন্ত্রের সাধনরীতিতে
সব সার্বভৌমিক চুম্বকের টান
অনুভূতির বিপক্ষে দুর্দান্ত একটি কিক্
নেট করলে
সবই সাময়িক অসাম্প্রদায়িক মনে হওয়া
বাতাস ভুল করে ঢুকে পড়বে জানলায়
টেবিলটিকে আক্ষরিক অবচেতন মনে করা
তৈলচিত্রের হাসিতে কুকুরটির রেচন
বাস্তবের মাটিতে ঘুঘু হয়ে নেমে দানা খোঁটে
ঠোঁটে ঠোঁট রেখে পাখি হওয়া আলো জানে
বেড়ালের সলজ্জ মূদ্রার সংবরণ
চারটি স্তম্ভ'ই শিকারীর হাতে অন্ধ পুতুল যখন
একটি মন্তব্য পোস্ট করুন