তবু ভোর
..জল ভাঙছে।মানে জন্ম ..
মানে অষ্টম গর্ভ, প্রতিশ্রুতি
চারিদিকে সহস্র শাঁখ
অঝোর বৃষ্টির আড়ালে এতো বড়ো, বিশাল একটা ভোর ..
..এখন এখানে কোনো মহামানব নেই
সমস্তটাই অন্ধ। সমস্তটাই কারাগার।
নামি।
জন্মপথ অন্ধ খুঁজে যাই,
যেমন শেকড় জল ..
এখানে কোনো আস্থা নেই, বিশ্বাস নেই
তবু।
..ভোর হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন