কাছাকাছি
লালন চাঁদ।
                         

আরও একটু নিশ্চিত হলে ফিরে আসি
কাছাকাছি


মেরুদন্ডহীন মানুষগুলো পথ আটকায়
মিছিল ভেঙে যায় মাঝপথে


বিষাক্ত উচ্চারণে নেমে আসে এক পশলা বৃষ্টি


ধুয়ে নিই মন
স্নিগ্ধতা ফিরে আসে না কিছুতেই




                               

মন

মন পড়ে থাকে নির্জন গলির অন্ধকারে
খুঁজতে গিয়ে
ভেঙে ফেলি অনায়াসেই


কতো পথ ভেঙে পেরিয়ে যাই
অলকানন্দা
পায়রার বকবকমে স্মৃতিরা ফিরে আসে
মন ফেরে না


ইচ্ছেগুলো সাজাই
মনকে সাজাতে পারি না কোনোমতেই 




হামিদুল ইসলাম 

Post a Comment

নবীনতর পূর্বতন