কবি ঈশ্বর ও বিজ্ঞানী 

রাত মুড়ি দিয়ে শুয়ে আছেন একজন কবি
তার দিকে তির্যক দৃষ্টি নিয়ে তাকিয়ে
ঈশ্বর ও বিজ্ঞানী;

কবির চোখ 
কান এবং মুখ সমগোত্রীয়
এরা একযোগে দেখছেন
শুনছেন এবং নিরীক্ষণ করেছেন

একসময় ঈশ্বর স্মিত হেসে
তাকালেন কবির দিকে
আর বিজ্ঞানী ঈশ্বরের দিকে

কবি তখন নিজ-রাজ্যে পরিব্রাজক
 প্রত্নতাত্ত্বিক নগরবন্দর ছাড়িয়ে 
বর্তমান কে সহস্রাব্দ পিছনে ফেলে 
হেঁটে যাচ্ছেন একা....
তিনি না তাকান বিজ্ঞানীর দিকে
না ঈশ্বরের।



আসিফ আলতাফ 


Post a Comment

নবীনতর পূর্বতন