অঙ্কিত অপেক্ষা:-
আরো একবার আঘাত করো প্রখর গোলাপ কাটার
মতো। নয়তো দুর্ঘটনা গুলোকে এমনভাবে সাজাও যেন--
কোনো শিশু ছুটি চাইতে ভুলে গিয়ে
অঝোরে কাঁদছে।
খুব তাড়াতাড়ি সব পেরিয়ে কোনো কবিতাখোরের পকেটে চুপ করে বসব।
শব্দের ঠোটে চুমু খেতে খেতে যখন সে ক্লান্তভাবে
মাথা রাখবে ....
আমি এনে দেব মউল ফুলের গন্ধ, বসন্তের বিকেল গড়িয়ে যাওয়া পূর্বরাগ রং, পলাশ আঁচল ইত্যাদি।
সে আমার জন্য একটা অপেক্ষা আঁকবে।
তোমার সমস্ত ভিড় মাথা থেকে বের করে
আমরা ঘোলা টক জলে বয়ে যাব।
তারপর কোনো ভাগশেষ না রেখে
বুক পেতে শুয়ে পরব ক্যালেন্ডারের কোনো তারিখে।
যেখানে তোমার চোখ যাবেনা,
শুধু দীর্ঘশ্বাসের মাথায় কতগুলো শকুন এসে বসবে।
একটি মন্তব্য পোস্ট করুন