১) 
অশ্রপাতের মুহূর্তে নারী দেবী
অশ্রুপাতের মুহূর্তে পুরুষ দেব
প্রতিমুহূর্তের অশ্রুতে আমার বাঁচা
আমি ঈশ্বর। 





২) 
শুধু কি দু'টি কৃষ্ণচূড়ায় বুঝতে দাওনি
বকুলের শূন্যতা? 
  
জানিয়ে গেলে; এভাবেই পূরণ করতে হয়
এভাবেই তাড়াতে হয় মাটির হাহাকার। 





৩) 
জলের কম্পন জেনেছিল
তুমি শালুকের কানে কিছু
শোনাতে গেছলে। 





৪) 
এত সাহস পাও কোথায়
আমার আগে ভোর দেখার? 
আমার আগে কুয়াশার দখল নাও
আমি চাই না। 
 



দীলিপ চন্দ 

Post a Comment

নবীনতর পূর্বতন