বিষবতী
সাগর জলের নিচে ডুবে মনোরথ
স্বপ্ন নিশীথে দেখে ইতস্তত মন
কুমারী হাতের জোড়া অগ্নি শপথ
হেলায় নষ্ট হয় প্রণয় সুমন
তবু কেন যাবে নারী পৃথিবীরে ত্যজে
অস্তের সূর্যের বুকে পদাঘাত করে
বহু শঙ্খ হৃদি মাঝে বারে বারে বাজে
বিষবতী নারী এক গোকুলে যে বাড়ে
কংসবৎ প্রাণীসব ভীরু থর থর
প্রলয় নিকটে আসে ভবলীলা শেষে
প্রথাগত মিথ সব ভাঙল নিডর
ঈশ্বরের কথা ভাঙে ধূমাবতী বেশে
ভাঙ্গিলে মনসা হয়, চিরন্তন কথা
গোপনে জাগে তবু মৃদুমন্দ ব্যথা
(সনেট)
উত্তরায়ন
ঘরের টানেই মন ফিরে বারবার,
স্মৃতির বেশি দামি অন্য কি আছে?
স্বপ্ন দেখার কথা কুয়াশা মাখার
পৌষ-মাঘী রোদ গায়ে জানালার কাছে।
খোলা মহাকাশ দেখে তারাদের ভিড়,
উত্তরায়ন রাতে উঠোনের ছবি।
আলপনা, পাকা ধান ধলেশ্বরী তীর,
সাবুদানা পাপড়ের স্বাদ চেয়ে নিবি।।
মেঘাচ্ছন্ন কুহক আজও ডাকে রাতে,
মিথেনের আলেয়া কি বুকে দেয় ভয়!
মাঠ ভরা মকমকি, পিঠে পুলি পাতে,
কত স্মৃতি এ্যালবাম রাত জেগে রয়।
আজ থাক কথাখেলা থাক কাব্যভাষা
খোলাখুলি মেদুরতা গোপন তিয়াসা।
একটি মন্তব্য পোস্ট করুন