সোডায় মাপা পেগ





২.
বাতায়ন খুলে দিলে আহা
বুঝে নেওয়া যায় সেই শাপলা পুকুর নেই
ভোরের পাখি শিশির মেখে
ঠিকানা চেয়েছে মেঘের বর্ষার

তবু এই মাপা পেগে
পেয়ে যাই চঞ্চুবার্তা;
যে মুহূর্ত বলে নদী ভালো
মেঘ ভালো আরও ভালো বর্ষা
সে এখন অথবা তখন কী ভাবে বলে
হত্যা ভালো আরও ভালো হিংস্রতা।






৩.
অল্পমাত্র ছোঁয়ায় শিহরণ এলে চমকে ওঠা ছাড়া উপায় থাকে না বলেই মনে হয়,
এই মনে হওয়া যতখানি সাজানো ততখানি সত্যি নয় তৃষিত কথন। 
সত্যি বলে কিছু হয় নাকি! 
সত্যি বলে কিছু হলে গ্লাসের ভেতর ছলকে ওঠা জখম হৃদয় তরল হলে  
স্পর্শহীন দেখে যায় মানব নয়ন।






৪.
ছুঁতে গেলে সরে যায় ছায়া
দীর্ঘ রহস্য ছুঁয়ে আছে নাচের শরীর,
প্রত্যঙ্গ জানে রাত হয়

প্রশ্বাস নিজেকে ছুঁড়ে ক্লান্তি শুষে নেয়
বারান্দার স্তব্ধ ডালিয়া শূন্যের তারা হয়ে ওঠে

আগামী সকালে আরও হাট হয়ে
সবুজ হবে খানিক পৃথিবী
পাহাড়ের কুয়াশায় ঢেকে যাবে
আজকের কামট কলঙ্ক,
এসব নমিত গোপন সঞ্চার আর
আমার পুরুষালি ট্যাটু
উর্বশী তোর কাঁখ জুড়ে হয়েছে বিছে হার
মাতনে মেতেছে এই মধ্যরাত।



তাপস গুপ্ত 

Post a Comment

নবীনতর পূর্বতন