বিচ্ছিন্ন আবেগের কোলাজ 



সুখের ইমারত গড়ব বলে

অজয় তোমার বুক চাঁচি

ইমারতে বসে ভাবি

অজয় তোমার পাড়ে যাবো

হাওয়া খাবো, দিন বদলের গান গাবো

ভাবের কথা কানে নেবো

তোমাতে স্নাত হবো

এই ছুটিতে না হয় আসছে বাড়ে...


অজয় তোমার শুষ্ক পাড়ে

একদিন সব ইমারত লুটিয়ে যাবে।।





আংশিক লকডাউন শুরু আজ

অংশত ঠিক কতোটা বাঁচবো

হিসাব চলছে তার


এখন এটুকুই শুধু স্বস্তি

ইচ্ছে মতো ভেসে বেড়াতে

মেঘেরাই খালি পারে।


এখন এটুকুই শুধু সম্বল

চার দেওয়ালের মাঝে

একখানি জানলা বেঁচে আছে।


এখন এটুকুই শুধু জানি

যন্ত্রের জালে জর্জরিত জীবনে

বুকের বাঁদিকটা ধুকপুক করে!




(চলবে...)



নিবেদিতা ক্ষেপী 

Post a Comment

নবীনতর পূর্বতন