আরশি

 দোকানের সামনে বসে থাকি রোজ দুই বেলা।
 প্রহরীর ভূমিকায়।
 এবেলা একশো মিনিট ও বেলা নব্বই।
 নিশ্চিন্ত অলস সময় একাকী বহমান।

 কত লোক আসে।
 কেউ কেউ পণ্যপ্রার্থী,
 কেউ সাহায্য,
 কেউ একটু পানীয় জল,
 কেউ বসবার জায়গা,
 কারো আবদার - কিছু ক্যাশ দেবেন  ?
 ফোন পে করে দেব।

 কেউ আসে সময় কাটাতে -
 কত খবরের লেনদেন, ফেসবুক হার মেনে যায়।
 তর্ক। তর্ক।  তর্ক। ধৈর্য ভেঙে কুটি কুটি
 ঐক্যমত হয় না কেউ।
 সকলেই এক এবং অদ্বিতীয়।

 আরশি হয়ে দাঁড়িয়ে থাকি
 কোন কথা নেই, কোন মত নেই
 সুমুখের পথ গতিময় -
 কাল যিনি দু পাতা কলপ নিয়ে গেলেন
 আজ তিনি চলেছেন কাচের গাড়িতে।

 সময় বহমান থামেনা
 চলতেই থাকে
 চলতেই থাকে।
             

                                                                     

গীতা কর্মকার

                                                                     

Post a Comment

নবীনতর পূর্বতন