করোটি

বাঁদিকের কোচোয়ান ডানদিকের শঙ্কায়
ঘণ্টার ঠান্ডা অবয়ব ফেলে গেল 
উপদ্রবের কোণে সাপের ডিমের বরাভয় 
ডাকের মহুয়া কেউ খাঁচার আগুনে 
অপরিসীম লোহার ঝটপট 
ঝাঁপিয়ে পড়ার আগে চৌদ্দোতলার লাল
সুরের ঘরোয়া। টায়রা উড়ছে 
শূন্যের ফাটলে গোঁজা হাড়ের আফেন্দি 
যতির দু'প্রান্তে ধাক্কার দুই মেহেরুবা
গানের খয়েরি অবতল। চ্যাপটানো ছায়ার হাঁস
ভাষাফকিরের ভারী করোটি জ্বলছে 






বাজনা

উখাই বাজাচ্ছে অসম্ভব লোহার এসরাজ 
ততদূর ফরফরে পাখির মরছে 
দেয়ালের কাচে ঠোক্করের অল্প জানেমন
ঝাঁপের মাছরাঙা
জল স্তনের ডাকের গোলাকার
উখাও বাজছে। তামার আঁচড়ের দূর
বিজনের নাভি থেকে চুইয়ে যায় বাজনার লাল


সমীরণ ঘোষ 

Post a Comment

নবীনতর পূর্বতন