দৃষ্টির গভীরে তুমি এক মোহবিন্দু
১.
আমার নির্জনে যেভাবে
গর্জে উঠলে
মনে হল খাদান অঞ্চলে ধ্বস নামল
পাহাড়ি ফাটল থেকে গড়িয়ে
এল ভয়
পাখিরা ডানা ঝাপটে উড়ে গেল
মর্মের মন্দির থেকে...
২.
বিষন্ন আকাশের নিচে
পুরনো গন্ধের মতো নামছে রাত
রাতের অলিন্দে এক ফোঁটা চাঁদ
বিছানা ঝাড়ি, চশমার ধুলো মুছি
আর দূর থেকে দেখি --
তুমি সুপুরিবনে স্পষ্টতর হচ্ছো
নিদারুণ ছয়াসঙ্গমে!
৩.
তৃষ্ণা ডুবে আছে অন্ধকারে
জেগে আছে একটি দু'টি জোনাকি
এবং
আনগ্ন কালপুরুষ
প্রহেলিকা ও উৎসবের স্নানঘরে কাঁপছে তোমার দুরন্ত শিহরন
৪.
দু'চোখের ঝাপসার ভিতর
এত বিড়াল পুষেছো, যে
চাঁদের আলো পর্যন্ত হিংস্র!
লোম ফুলিয়ে
প্রকাশ্য স্তন্যের লোভে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে
শান্ত দৃষ্টির পাশে মেলে ধরছে
নখের আঁচড়
৫.
কিছুই জানি না
জানি না তোমার দেহের সীমানা
যতদূর কাঁটাতারের দায়বদ্ধতা
একরকম ত্রস্ত চোখে
এগোতে গিয়ে দেখি- তুমি
অপ্রতিরোধ্য হয়ে উঠছো মূল
ভূখণ্ডের আড়ালে!
৬.
বাকী সব মুছে গেছে
রাস্তা ও জীবনের মাঝে
কিঞ্চিৎ স্মৃতি এখনও ঘাই মারছে
তুমি ভাবছো: আহা,
কী বিশাল মোচন মাছ
বঁড়শি গেঁথে তুলে নিলে
পাথুরে অববাহিকায়...
৭.
গান থেমে গেছে
নিঃসঙ্গ আকাশ হয়ে উঠছে আরও
কালো
উপসংহারের পূর্বে
যাবতীয় লিখিত দৃশ্য তুমি অতি
দ্রুত পুড়িয়ে ফেলছো! এমন
হত্যাপর্ব থেকে কোথায় পালাই?
৮.
দৃষ্টির গভীরে তুমি এক উজ্জ্বল
মোহবিন্দু
আমি অপেক্ষাপ্রিয়...
সম্পর্ক ও প্রতিটি গোপন প্রত্যাখানের
ভিতর খুঁজে চলেছি ব্যাকুল হাওয়া
বাস্তবিকই
দৃষ্টির গভীরে তুমি এক মোহবিন্দু
চিরকাল আমি অনির্বচনীয় প্রেমিকা।
একটি মন্তব্য পোস্ট করুন