জাগা
আমার একটি তোতা আছে।
আমি তাকে শেখাইনি কিছুই
অবিরত সে কপচায়।
ঠোকরায় বুকের ভেতর।
রুগ্ন পাঁজর রক্তাত হয়।
অথচ সে সামনে আসে না।
একদিন পাখি সাম্যবাদের গান শোনায়।
আলোর ঐশ্বর্য জেগে উঠে দেখি পাখি চুপ।রক্তের রং কালো হয়ে আছে।আমি কপচাই! ওরা ভয় পায়।
আর রাষ্ট্র জেগে ওঠে।
একটি মন্তব্য পোস্ট করুন