নামের জন্য

আমি দাঁড়ি টানতে ভুলে যাই /
সরে থাকতেও খুব একটা গরজ থাকে না। আমার/
শল্যগুলো আমার দাগপড়া সরলত্ব কয়ে ওঠে/
আর চেতনা নামের বস্তুটি তাকে খুঁড়তে শেখায়, বলে নামতা পড়/
ছন্দ বিহারে যাও/
দাঁড়িয়ে থাকার একটা মানে কর—সমার্থক কর/
তত তত অন্বেষা ভুলচুক ফণা মারে, আহা শরীর/
নীলতর বস্তু— জ্বলে যায় পুড়ে যায় আর বুক উগলে গ্যাঁজা/
এবং আমি নামান্তরে নামান্তে যাই
২২/০২/২০২৪





ঘোরা

কেন্দ্রভূমি একটাই যা
আপনাকে পাকে পাকে ঘোরাচ্ছে 
আপনি ঘুরছেন
আর ভাবছেন দমন-পীড়ন তার টোকেন, এবং
আপনার হাতদুটো উপরে রাখতে রাখতে 
আপনি জেনে গেছেন উল্টো পাকের তথ্য-তালাশ
শুদ্ধতম জলের প্রকৃত বর্ণনা 
২৩/০২/২০২৪





সন্দীপ বিশ্বাস

Post a Comment

নবীনতর পূর্বতন