বিচ্ছিন্ন আবেগের কোলাজ
১
বিস্কুট নিয়ে বারান্দায় দাড়ালেও
আর কাকগুলো আসে না।
আমার ঘুলঘুলিতে চড়াই আর বাসা বাঁধে না।
আমি স্মার্ট ফোনে অভ্যস্থ হয়ে গেছি॥
২
শূন্যে শুধু শূন্যে ফেরা
উজাড় করে দেবে যারে
সেই তোমারে নিঃস্ব করে যাবে
আকাশ মাটির মাঝখানে
কয়েকটা দিন আমাদের
আরেকটু খানি বাঁচতে চেয়ে
হারিয়ে ফেলি আজটাকে
শূন্যে শুধু শূন্যে ফেরা
ভালবেসে বাঁধতে চেয়ে।
৩
ঠিক সেইখানেই আমরা মন রেখে আসি
যেখানে রাখলে ভেঙে যায় সহজেই।
তারপর টুকরো গুলো কুঁড়াতে
খুঁজতে থাকি...
ফেলে আসা অলি - রাত ভোর হওয়া গলি
কুঁড়িয়ে পাই শুধুই স্মৃতি
তাই মুঠো ভরে স্বযত্নে রাখি
আমরা আসলে ভাঙতে ভাঙতে গড়ে তুলি নিজেকে।
...যা ধরিতে চায় তাই-ই যায় সরে,
উত্তরমুছুনপরানপাখী তার মাথা কুটে মরে ...
মূহূর্ত-বাঁচনগুলি চকিতে লুকায়,
টিকিয়া থাকিতে থাকিতে আর
খুঁজিয়া না পায়...
নিবেদিতা ক্ষেপীর কবিতা সিরিজ প্রসঙ্গে এই কয়েকটি লাইন...
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন