তোমার নাম রেখেছি মেঘ


(১)
জাতিস্মর কলমের মুখে লেগে থাকা আলটপকা কথা থেকে গড়িয়ে নামছে পূর্বজন্মের শিশুকাল  মেঘের সাথে উঠোনের পেয়ারাছায়ায় ঘুমিয়ে পড়েছে রোদ বাকসিদ্ধ ফুলটি ফুটিয়ে হাসছে শুকনো ডাল।   



(২) 
মাতৃভক্ত গর্ভ থেকে ভুমিষ্ঠ হবার পর 
আরও তিন তিনবার স্বেচ্ছাজন্ম নিয়েছেন স্বয়ং ঈশ্বর 
মা হয়ে দেশ হয়ে আর তারপর জাতিস্মর।    



(৩) 
এভাবে কর বলছি না ভাবো বলছি না শুধু বলছি শোনো। কোন দূরাগত সুমধুর বাণীর অপেক্ষায় দিন গোনে দুটি কানও।



শান্তনু রায়চৌধুরী 

Post a Comment

নবীনতর পূর্বতন