স্মর গরল খন্ডনম

রাত্রির বুক চিরে লিখে দিই
তোমারই এঁকে দেওয়া জলছাপে
ফুটফুটে জোৎস্নার চুম্বন!

ফেঁপে ওঠা গীটারের সুর
এবং আর্মেনীয় হরতাল
বুকের পকেটে রেখে
        তোমার সাথে সহবাস

একবেলা বসন্ত হই রোজ, 
অন্ধকারে গুঁজে দিই "স্মর গরল খন্ডনম"

তোমার অতিরিক্ত রসায়নে
মিশে থাকি 
        নীরদ পাখি হয়ে
যৌবনের ক্রীড়নক আপেল থেকে
চিনে নিই 
প্রেমিকের ঊর্ধ্বমুখী নরম নিশ্বাস 

এরপর আমাদের ঐতিহাসিক প্রস্তরমূর্তি থেকে
ছুঁয়ে দেখি---

ছুঁয়ে দেখি সমস্ত আগুন বুকে
ঘোরে থাকা আমারই অর্ধেশ্বর!




ঘর ভেঙে গেছে

ঘর ভেঙে গেছে 
বাড়ি নেই আর
তুমি চলে গেছো, যাও
যুদ্ধের হাত ধরে কতজন আর আগলে রাখতে পারে

তেইশের পতন আমার
তুমি চিনবে না
ঝড় উঠলে কতটুকু উড়ে ধুলোবালি
আর কতটুকু স্বপ্ন
সেসব দেখে যেতে বলবো না

যুদ্ধ চলছে
বোকা মেয়ে ভালোবেসে কাঁদে
তোমার কি আসে যায়!

তুমি যাও
ফিরে এসো না
বুকে ক্ষত নিয়ে কতজন আর আগলে রাখতে পারে

লোভীর মতো সংসার চাইনি কখনও
কেবল ঘর চেয়েছি
একটা ঘর

ঘর ভেঙে গেছে
তুমি চলে গেছো, যাও
কখনও ফিরে এসো না

[]11: 03 am  []14/10/23





উন্মুখর সালোকসংশ্লেষ

আমরা যখন পেরিয়ে আসবো প্রাগৈতিহাসিক স্বর
সকালের প্রাক্তনে ঝরে যাবে বিষাদ

তখন
অথবা তারও আলোকবর্ষ পর
আপনার আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না

আঁচলের ঘনিষ্ঠ বুকজুড়ে সম্পর্কের অ্যালবুমিন
থরে থরে স্থির হয়ে দেখবে
ঠিক কতদিন পরে
সূর্য্যও নেচে উঠে সিন্ধুকে তুলে রাখে প্রেম

যতিহীন পূর্ণচ্ছেদে রহস্যময় ইন্দ্রজাল
শুধরে নেবে মধুর সংলাপ

তখনই 
কেবল তখনই
প্রিয় কার্তুজে আমার ও আপনার চোখ
আমার ও আপনার উন্মুখর সালোকসংশ্লেষ 
লেগে থাকবে ঠোঁটের নেশাতুর রোদ্দুরে





ছায়াবৃত্তের কক্ষতল

দিন চলে যাচ্ছে, যাক

একটা স্থগিত রাত্রি জানছে
সুখ দুঃখের খুঁটিনাটি উল্লাস
জানতে বন্যা, আলো এবং তোলপাড়

সাদা স্বপ্নের ভেতর মুক্ত পৃথিবী
সেখানে কোনো জানালা নেই
কোনো পর্দা নেই

তবু তো
ছায়াবৃত্তের কক্ষতল বরাবর
তুমি নাগরদোলার তালে তালে উঠছ নামছ

নামতে নামতে রোজ সন্ধ্যা হয়ে যায়
যৌনবতী চাঁদ তখন ফেলে রাখে
কামনাবিহীন আবদারে
তোমার অক্ষরস্রোতে মিশে যাওয়া
জ্যামিতি, উপপাদ্য, পরিমিতির সংসার

আগুনপারা হল্লা
জন্মদিনের নিয়ম লিখতে লিখতে পথ ভুলে যায়
তাই একটা সুগন্ধি কণ্ঠের আচমকা ভালোবাসায়
তোমার বেহিসাবী স্নিগ্ধ কপালে
একটি চুম্বন এঁকে রাখি

একটা চুম্বন শুধুই!

[] 10:37 রাত্রি  [] 7নভে, 23



আমিনা তাবাসসুম




কবির কয়েকটি প্রকাশিত বই

১. 
দু- মুঠো চুমুর দিব্যি
প্রকাশনা - শিল্প নগরী
প্রকাশ - কলকাতা আন্তজার্তিক বইমেলা 2022

২. 
মরণ-দ্যোতক
পাঁচফোড়ন প্রকাশন
প্রকাশ - কলকাতা আন্তজার্তিক বইমেলা 2024

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন