মাতৃভাষা
শিলচর আজও জেগে রয়েছে
অসমের মাটি আজও লাল
বুলেটের ভাষা ঠোঁট জুড়ে
মায়ের ভাষা এই দু'বাংলায়—
সুচারু শব্দ-অক্ষর বর্ণমালায় ঘেরা
ভাষাশহিদের ঋণ-তর্পণে—
কমলা-জব্বার-হিতেশ-সুনীল
উত্তাপ বুকে আরো কাছাকাছি থাকে
ম-এ মা আর ম-এ মাতৃভাষা
আকাশে বাতাসে বিচিত্র হয়ে ওঠে—
ভাষার ধর্ম সব এক হয়ে মাতৃভাষায়
কথা বলা দেশ মহাদেশ হয়ে ওঠে।
একটি মন্তব্য পোস্ট করুন