আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের অমর শহীদদের জানাই আন্তরিক শ্রদ্ধা
বাংলা ভাষার রাখতে সম্মান
তোমরা হেলায় দিলে প্রাণ
তোমরা ছড়িয়ে দিলে যে প্রমত্ত চেতনা,
স্বাধিকারের যে গভীর ভাবনা,
বাংলাভাষীর আবেগ হলো ঘন
তোমাদের রক্ত বৃথা হয়নি জেনো,
তোমাদের রক্ত পথেই
বাহাত্তরে
এলো স্বাধীনতা বর্বরতার আঁধার চিরে।
একটি মন্তব্য পোস্ট করুন