অভিঘাত

দুর্ভাগ্যের মুখোমুখি দাঁড়িয়ে আমার 
একমাত্র হাতটিকে অন্ধকারে আরও  
একটিবার ঢুকিয়ে দিয়েছি---
ঊষর ঋতুস্নানে সহজিয়া একটি অসবর্ণ
খচমচ করে ওঠে ঘনঘন পাল্লার ভিতরের দিকটায়
গাদাগাদি করা গবাদি হুলুস্থুল 
 ফটকের মাঝ বরাবর;
সামনে অনেকখানি চওড়া রাস্তা____

সংকল্পের বিপর্যায়কে তোষামোদ করেছে
যে আত্মঘাতী সূর্য তার জন‍্য নই আমি 
বরং ঐ নির্বান্ধব অন্ধকার শুষে
উঠে আসছে যে একজোড়া বৃন্ত--
হে সময়!ওদের তুমি আপন বক্ষে ধারণ করো___
আমার কালো হাত চালিয়ে ওদের ভরে দেব
গবাক্ষের  প্রেয়সীবিহীন মুখে.....

অনেকটা দুগ্ধ পান এখনো বাকি !





স্বপ্নদীপ রায়

Post a Comment

নবীনতর পূর্বতন